Recently updated on October 16th, 2024 at 09:52 am
২০২4 (১৪৩১) দুর্গাপুজোর নির্ঘণ্ট
Durga Puja Nirghanta 2024 (১৪৩১) in Bangla
শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজার সময় নির্ঘণ্ট (শ্রী বেণীমাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী)
মহালয়া : ২ অক্টোবর, বুধবার
দেবীর আগমন : দেবী দুর্গার দোলায় আগমন। ফল – মড়ক।
মহাপঞ্চমী :
* ২১ আশ্বিন, ইং ৮ অক্টোবর, মঙ্গলবার
* ৭ অক্টোবর পূর্বাহ্ণ ঘ ৯।২৮ থেকে অক্টোবর দিবা ঘ ৭। ৯ পর্যন্ত।
মহাষষ্ঠী :
* ২২ আশ্বিন, ইং ৯ই অক্টোবর, বুধবার
* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। ষষ্ঠী দিবা ঘ ৭। ৩৮ পর্যন্ত।
মহাসপ্তমী :
* ২৩ আশ্বিন, ইং ১০ অক্টোবর, বৃহস্পতিবার
* পূর্বাহ্ণ ঘ ৯। ২৮। সপ্তমী দিবা ঘ ৭। ২৫ পর্যন্ত।
মহাষ্টমী :
* ২৪ আশ্বিন, ইং ১১ অক্টোবর, শুক্রবার
* পূর্বাহ্ণ ঘ ৯।২৮। মহাষ্টমী দিবা ঘ ৬।৪৮ পর্যন্ত।
* সন্ধিপূজা– দিবা ঘ ৬।২৪ গতে ৭।১২ মধ্যে সন্ধিপূজা।
মহানবমী ও বিজয়া দশমী :
* ২৫ আশ্বিন, ইং ১২ অক্টোবর, শনিবার
* পূর্বাহ্ণ ঘ ৯।২৮ মহানবমী প্রাতঃ ঘ ৫।৪৪ পর্যন্ত। পরে দশমী শেষরাত্রী ঘ ৪।১৪ পর্যন্ত প্রাতঃ ঘ ৫।৪৪।
দেবীর গমন : দেবী দুর্গার ঘোটকে গমন। ফল – ছত্রভঙ্গ।